শুক্রবার ● ১ জুলাই ২০২২
প্রথম পাতা » সারাদেশ » মধুমালা রেডিও ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর রেডিও বিতরণ
মধুমালা রেডিও ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর রেডিও বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি:
চাঁপাইনবাবগঞ্জের ১০নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব নতুন রেডিও বিতরণ করেছে। ১ জুলাই শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসা মাঠে ক্লাবের সদস্যদের নিয়ে এ আয়োজন সম্পন্ন করা হয়।
বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব সদস্যদের আগ্রহ বাড়াতে রেডিও বিতরণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর জনাব সারোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রহমতুল্লাহ, সমাজ সেবক মুকুল হোসেন প্রমুখ।
মধুমালা রেডিও ক্লাবের রেডিও বিতরণ আয়োজনে সদস্যরা বেতার শোনা ও জ্ঞানার্জনের অনুভূতি প্রকাশ করে। এসময় অতিথিবৃন্দ শ্রোতাদের বেশি করে রেডিও শুনে সচেতন হবার কথা বলেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।