বুধবার ● ৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৬৮ পরিবার
পাইকগাছায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৬৮ পরিবার
খুলনার পাইকগাছা উপজেলার আরো ৬৮ ভূমি ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ রঙিন ঘর পেলেন। বুধবার সকালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে একযোগে সারাদেশের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়।উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলায় তালিকা ভুক্ত কপিলমুনির রামচন্দ্র নগরে ৩২ ও গদাইপুরের বিল পরান মালিতে ৩৬ মিলিয়ে সর্বোমোট ৬৮ টি ভূমি ও গৃহহীন পরিবারের প্রত্যেককে স্থায়ীভাবে জমির দলিল হস্তান্তর করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, সাব-ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খান টিপু সুলতান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, ইউপি চেয়ারম্যানবৃন্ধ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্ধ, কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্ধ সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।