শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » সারাদেশ » পিরোজপুরে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
পিরোজপুরে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম, শহর থেকে সমাধিস্থল পর্যন্ত শোকর্যালী, আলোচনা সভা ও দোয়া-মাহফিল।
কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে মেজর জিয়ার কর্মময় জীবনের উপরে আলোচনা করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মরহুমের সহধর্মিনী কানিজ মাহমুদা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, উপাধ্যক্ষ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক (অব.) বাসুদেব দাস, সহকারী অধ্যাপক (অব.) নজরুল ইসলাম বাদশা, সাংবাদিক জিয়াউল আহসান, শিক্ষক সমিতির সম্পাদক মনজুর আহমেদ সরদার, কলেজ প্রভাষক মুইদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় শহরের বিশিষ্ট ব্যক্তিগণ, কলেজের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।