বুধবার ● ৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘের থেকে নিখোঁজ বিশ্বজিৎ সানার লাশ উদ্ধার
পাইকগাছায় চিংড়ি ঘের থেকে নিখোঁজ বিশ্বজিৎ সানার লাশ উদ্ধার
পাইকগাছায় নিখোঁজের তিনদিন পর চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা’র লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কি কারণে হত্যাকাণ্ডের শিকার হলো তা পরিবার বা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউপির আমুরকাটা গ্ৰামের মৃত মনোরঞ্জন সানার কনিষ্ঠ পুত্র বিশ্বজিৎ সানা(৪০) ৬ আগষ্ট রোববার রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খোঁজ করে পায়নি।
নিখোঁজের তিনদিন পর ৯আগষ্ট বুধবার সকালে আমুরকাটা দীঘা সীমানার দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি চিংড়ি ঘেরে ভাসমান লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাছের ঘের থেকে লাশটি উপরে তুললে হারিয়ে যাওয়া বিশ্বজিৎ সানা বলে তার পরিবার শনাক্ত করে। এসময় লাশের গায়ে টি শার্ট ও লুঙ্গি পরা ছিল। গোপন সূত্রে জানা গেছে, এলাকার বিভিন্ন মাছের ঘেরে সে মাছ চুরি করতো। চুরির ঘটনায় ধরা পড়লে তাকে পিটিয়ে হত্যা করতে।![]()
থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।তবে পরকীয়া ও চুরির ঘটনা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করা সম্ভব।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।






লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার 