শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ১৮ জুলাই ২০২২
প্রথম পাতা » বিবিধ » শেখ আফিল উদ্দিন এমপি’র মা সকিনা খাতুন আর নেই
প্রথম পাতা » বিবিধ » শেখ আফিল উদ্দিন এমপি’র মা সকিনা খাতুন আর নেই
৩২৭ বার পঠিত
সোমবার ● ১৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ আফিল উদ্দিন এমপি’র মা সকিনা খাতুন আর নেই

 আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী এবং যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ও দৈনিক স্পন্দন পত্রিকার সম্পাদক-প্রকাশক আলহাজ শেখ আফিল উদ্দিনের রত্নগর্ভা মা মিসেস সকিনা খাতুন আর নেই। সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিনের প্রতিষ্ঠিত আদ্-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার ইকবাল হোসাইন রুদ্র জানিয়েছেন, সোমবার বাদ যোহর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, বিকেলে শার্শার মিনি স্টেডিয়ামে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় মানুষের ঢল নামে। এখানে মরহুমার ছোট ছেলে এই আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও বড় ছেলে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহি উদ্দিন কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন। এসময় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,  যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ বক্তব্য রাখেন। এরপর মরদেহ গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গার উদ্দেশ্যে নেয়া হয়। গ্রামে ৩য় জানাজা শেষে সেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সকিনা খাতুন তিন ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক,  মেঝ ছেলে শেখ মমিন ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দৈনিক স্পন্দন পরিবার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)