শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » বিবিধ » কিডনি রোগী জামিলা বাঁচতে চায়: সাহায্যের আবেদন
প্রথম পাতা » বিবিধ » কিডনি রোগী জামিলা বাঁচতে চায়: সাহায্যের আবেদন
৭৬ বার পঠিত
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিডনি রোগী জামিলা বাঁচতে চায়: সাহায্যের আবেদন

---টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় একটি তরতাজা প্রান দুনিয়া ছেড়ে যাওয়ার পথে। পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের হত দরিদ্র জাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী জামিলা বেগম। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘ দিন খুলনা মেডিকেল, আদদ্বীন হাসপাতাল সর্বশেষ ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন অতিদ্রুত তার একটি কিডনি স্থাপন করতে হবে।তা না হলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না।কিডনি স্থাপন করতে প্রায় পনের লক্ষ টাকার মত খরচ হবে বলে চিকিৎসকরা জানান।কিন্ত দরিদ্র জাইদুল তার সহায় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে স্ত্রীর দীর্ঘ দিন চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব হয়ে স্ত্রীকে বাচাঁনোর জন্য দেশের দানবীর,দাতা সংস্থা,বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছে।আর যদি কোন সহৃদয়বান ব্যক্তি একটি (বি +)কিডনি দান করেন তাহলে অকালে চলে যাবেনা একটি প্রান। সাহায্য পাঠাতে পারেন, মোছাঃ জামিলা বেগম,অগ্রণী ব্যাংক লিঃ,বাঁকা বাজার শাখা,খুলনা। একাউন্ট নং০২০০০০৬৮৮৭৪১৬,অথবা রুগীর মোবাইল নং নগত ০১৯৮২-৯৭১৪০৪,বিকাশ রুগীর ভাই ০১৭১২-০৯৫২৬৮।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)