শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ন ১৪৩১

SW News24
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে বর্ষবরণ উপলক্ষে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে শোভাযাত্রা
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে বর্ষবরণ উপলক্ষে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে শোভাযাত্রা
১২৭ বার পঠিত
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বর্ষবরণ উপলক্ষে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে শোভাযাত্রা


 
---
ফরহাদ খান, নড়াইল; পহেলা বৈশাখ উপলক্ষে নড়াইলে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদরের পল্লী অঞ্চলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ ব্যতিক্রমী বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নতুন বছরের সকালবেলা বিদ্যালয় চত্বর থেকে ৩০০ ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশাল বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ব্যতিক্রমী এ বর্ষবরণে মেতে ওঠেন আশেপাশের ১১ গ্রামের মানুষও। এছাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষবরণের গান পরিবেশন করেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনন্যা সিংহ, শুভ ঘটক, অর্নিবান সরকার, নবম শ্রেণির কিয়া সরকার, সপ্তম শ্রেণির হিয়া রায় ও অভ্র সিকদারসহ একাধিক শিক্ষার্থী জানায়, তারা বাইসাইকেলে গুয়াখোলা, হাতিয়াড়া, বাকড়ী, দোগাছী, রঘুরামপুর, কমলাপুর, বেনাহাটি, মালিয়াট, বাকলীসহ ১১টি গ্রাম ঘুরে নববর্ষ উদযাপন করেছে। খুবই আনন্দিত তারা।

বেসরকারি সংস্থা ‘অভিযান’ এর নির্বাহী পরিচালক হাতিয়াড়া গ্রামের সন্তান বনানী বিশ্বাস বলেন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবসসহ উৎসব অনুষ্ঠানে সবসময় ব্যতিক্রমী আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় এবার নববর্ষে বাইসাইকেলযোগে গ্রামাঞ্চলে ঘুরে ফিরে সবাইকে আনন্দ দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। দেশ ও দশের কল্যাণে সবাইকে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী মল্লিক, শিক্ষক তাপস পাঠক, কৃষ্ণ গোপাল রায়, সুকান্ত গোস্বামী, শিবানী রানী দাসসহ অন্যরা জানান, বাইসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে পালকি, লাঙ্গলসহ বিভিন্ন গ্রামীণ ঐহিত্য তুলে ধরা হয়েছে। তরুণ প্রজন্ম বিষয়টি বেশ উপভোগ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, পরিবেশবান্ধব বাইসাইকেল চালিয়ে প্রায় সব ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় বাইসাইকেলযোগে আমরা নতুন বছরকে বরণ করেছি। জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দুরের বিদ্যালয়টিতে সবসময়ই সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করা হয়। 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)