

বুধবার ● ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
কয়রায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
কয়রা, খুলনা প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাবুরাবাদ গ্রামের শফিকুল গাজীর স্ত্রী আনোয়ারা খাতুন।
১৭ আগস্ট, বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ আঃ হামিদ গাজী তার কন্যা ফাতেমা বেগমকে দিয়ে আমার স্বামী শফিকুল গাজী ও প্রতিবেশি সাকিম গাজীর বিরুদ্ধে একটি মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করেছে। ঐ মামলায় আমার স্বামী বর্তমানে জেল হাজতে রয়েছে। প্রকৃত ঘটনাটি হলো যে, দির্ঘদিন ধরে মামলার বাদী ফাতেমা খাতুন ও তার স্বামী আনোয়ার হোসেনের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ রয়েছে। তারা বহুদিন ধরে আমাদেরকে হয়রানী করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধামকি অব্যাহত রাখে। ইতিমধ্যে তাদের সাথে আমাদের বাড়ীর হাস মুরগী তাদের বাড়ি গেলে সেই বিষয়টি নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সেটিকে কেন্দ্র করে আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্য কয়রা থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। যার নং-৯ তাং-১৪-৮-২২ ইং। ঐ মামলার ঘটনার দিন দেখানো হয়েছে ২২-৯-২১ ইং তারিখ। উক্ত মামলায় যে সকল অভিযোগ আনা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। মামলায় যাদেরকে স্বাক্ষী দেওয়া হয়েছে তারা দস্যু প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে সাহস পায়না। তারা সব সময় আমাদেরকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। আমার স্বামী শফিকুল গাজী ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করে থাকে। তিনি একজন সৎ চরিত্রবান মানুষ। তিনি গত ১৩ আগস্ট ঢাকা হতে বাড়িতে আসে। তার পর জানতে পারে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই রাত্রে তাকে পুলিশ গেফতার করে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে ও তাদের হয়রানী হতে মুক্তি পেতে প্রশাসন সহ সকালের সহযোগিতা কামনা করেছে তিনি।