

রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » বিবিধ » কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ
কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীত বস্ত্র দলীয় নেতাকর্মী ও সহস্রাধিক শীতার্থদের মাঝে (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণের সময় খুলনা-৬ কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামীলীগ সবসময় মানুষের পাশে থাকে। দেশের মানুষের যে কোন দূর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে। শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছি আমরা। শুধু দূর্যোগ নয়, মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী ।
তিনি আরো বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে অসহায়, গরীব, জনগনের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে। শীতে তারা কিভাবে নিজেকে মানিয়ে নেবে এই আশায়। শীতার্তদের পাশে যদি সরকারের পাশাপাশি আমাদর সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে তাদের কষ্ট লাঘব হবে। তাই তিনি সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
৭ জানুয়ারী,শনিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে উপজলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়াজনে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দলীয় নেতাকর্মী সহ সহস্রাধিক শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী, আওয়ামীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি, ইউপি চয়ারম্যান আঃ সামাদ গাজী, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সমরেশ সরকার, গনেশ মন্ডল, জিয়াদ আলী, দেবদাস কুমার রায়, আঃ রশিদ, লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।