

শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে শীতবস্ত্র বিতরণ
নড়াইলে শীতবস্ত্র বিতরণ
ফরহাদ খান, নড়াইল; নড়াইল সদর উপজেলার মাইজপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ‘উদ্দীপন’ মাইজপাড়া শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্দীপন নড়াইল অঞ্চলের আবাসিক ব্যবস্থাপক (আরএম) মোহাম্মদ বখতিয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন-মাইজপাড়া শাখা ব্যবস্থাপক তৈমুর হোসেন, বাদশা আলমগীর, ফরিদুল হকসহ অনেকে। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি হয়েছেন উপকারভোগীরা।