

সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
আশাশুনি : আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ’২৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ স্লোগানকে সামনে রেখে লাল ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। পরে ভূমি সেবা সপ্তাহ সফল করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, এসআই জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু প্রমুখ। উল্লেখ্য, ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এক সপ্তাহে উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা-ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে।