

সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কয়রায় বিক্ষোভ ও সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কয়রায় বিক্ষোভ ও সমাবেশ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২মে সোমবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে দলীয কার্যালয়ে আলোচনা সভায সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ একেএম ফজলুল হক।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গাজী আজিজুল হক, খগেন্দ্রনাথ মন্ডল, এ্যাডঃ মোশারফ হোসেন, মৃনাল কান্তি ঘোষ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ্ব আঃ সামাদ গাজী, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, সানা নজরুল ইসলাম, সরদার মাহবুবুর রহমান, ইয়াকুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এস এম জিয়াদ আলী, গনেশ মন্ডল, আঃ ছাত্তার সানা, সমরেশ সরকার, যুবলীগ নেতা গাজী মোস্তাফিজুর রহমান, আব্দুল্যাহ আল মামুন
লাভলু, এস এম মাসুম বিল্লাহ, এ্যাডঃ আরাফাত হোসেন, ইমদাদুল হক টিটু, ওলিউর রহমান খোকা, মেসবাহ উদ্দিন মাসুম, শ্রমীকলীগ নেতা আঃ হালিম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, তরিকুল ইসলাম ডালিম, তাতীলীগ নেতা জাহাঙ্গীর আলম, সবুজ প্রমুখ।