বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে প্রচারণা; শেখ কামরুল হাসানকে শোকেজ
উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে প্রচারণা; শেখ কামরুল হাসানকে শোকেজ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন’ ২০২৪ উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল হাসান খান। গত ৪ঠা জুন’২০২৪ তারিখে রিটার্নিং অফিসারের কার্যালয় কৃর্তক ০৫.৪৪.৪৭০০.০০২.২৪-১৭৭ নং স্মারকের প্রেরিত পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে বিষয়টি অবহিত করেছেন সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি তাকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে ঐ পত্রে। প্রেরিত পত্রের তথ্যমতে জানাগেছে, পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসান ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ‘২০২৪ উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণা কালে নিজ সমর্থক কৃর্তক উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে প্রচারণা চালিয়েছেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভাইরাল হয়েছে। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৮ উপবিধি (ক), (গ) ও (ঘ) এর আলোকে কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যাক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণা কালে ব্যাক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্যে প্রদান বা কোন ধরনের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পারিবেন না। অনিভেপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা কাহারও শান্তি ভঙ্গ করিতে পারিবেন না এবং কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করিবার উদ্দেশ্য কোন প্রকার বল প্রয়োগ বা অর্থ ব্যয় করিতে পারিবেনা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় প্রার্থীর উপস্থিতে তার এক সমর্থক নিজ উপজেলার ভোটারদের প্রভাবিত করে মোটর সাইকেল প্রতীকে ভোট প্রদানের জন্য আহবান জানিয়েছেন। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে মর্মে প্রেরিত পত্রে উল্লেখ্য করা হয়েছে। পাশাপাশি প্রার্থীকে ৪৮ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জেলা রিটানিং অফিসারের দপ্তরে দাখিল করতে বলা হয়েছে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মাহেরা নাজনীন জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। রিটানিং অফিসারের কার্যালয় থেকে শোকেজটি করা হয়েছে।






গদাইপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জবেদ গাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
মাগুরায় লাখো মানুষের অংশগ্রহণ খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র্যালী ও আলোচনা সভা
নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
পাইকগাছায় সনাতনীদেরসাথে মতবিনিময় সভা; সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই - বাপ্পী
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
কেশবপুরে শহীদ আবুবকর আবুর সপ্তম মৃত্যুবার্ষিকী: বিচারের দাবিতে উত্তাল স্মরণসভা
মাগুরায় ইউনিয়ন বিএনপি’র দ্বন্দ্বে অফিস ভাঙচুর 