বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে প্রচারণা; শেখ কামরুল হাসানকে শোকেজ
উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে প্রচারণা; শেখ কামরুল হাসানকে শোকেজ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন’ ২০২৪ উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল হাসান খান। গত ৪ঠা জুন’২০২৪ তারিখে রিটার্নিং অফিসারের কার্যালয় কৃর্তক ০৫.৪৪.৪৭০০.০০২.২৪-১৭৭ নং স্মারকের প্রেরিত পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে বিষয়টি অবহিত করেছেন সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি তাকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে ঐ পত্রে। প্রেরিত পত্রের তথ্যমতে জানাগেছে, পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসান ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ‘২০২৪ উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণা কালে নিজ সমর্থক কৃর্তক উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে প্রচারণা চালিয়েছেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভাইরাল হয়েছে। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৮ উপবিধি (ক), (গ) ও (ঘ) এর আলোকে কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যাক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণা কালে ব্যাক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্যে প্রদান বা কোন ধরনের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পারিবেন না। অনিভেপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা কাহারও শান্তি ভঙ্গ করিতে পারিবেন না এবং কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করিবার উদ্দেশ্য কোন প্রকার বল প্রয়োগ বা অর্থ ব্যয় করিতে পারিবেনা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় প্রার্থীর উপস্থিতে তার এক সমর্থক নিজ উপজেলার ভোটারদের প্রভাবিত করে মোটর সাইকেল প্রতীকে ভোট প্রদানের জন্য আহবান জানিয়েছেন। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে মর্মে প্রেরিত পত্রে উল্লেখ্য করা হয়েছে। পাশাপাশি প্রার্থীকে ৪৮ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জেলা রিটানিং অফিসারের দপ্তরে দাখিল করতে বলা হয়েছে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মাহেরা নাজনীন জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। রিটানিং অফিসারের কার্যালয় থেকে শোকেজটি করা হয়েছে।






মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় স্বতন্ত্র ও গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
মাগুরায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
পাইকগাছায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ
মাগুরায় বিএনপি প্রার্থীর লিফরেট অপসারণ শুরু
মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল
কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নিবেনা- কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর 