বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনি : আশাশুনিতে আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণে পারিবারিক পৃষ্টি বাগান তৈরি, পরিচর্চা ও পুষ্টি বাগান থেকে অধিক ফসল উৎপাদনে করনীয়তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম, এসএপিপিও বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম ও আছাদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে দু’টি করে ফলজ বৃক্ষ ও ৫ প্রকারের সবজি বীজ প্রদান করা হয়।