শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পাইকগাছায় অচেনা ভারসাম্যহীন মহিলা পুত্র সন্তান জন্ম দিল
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পাইকগাছায় অচেনা ভারসাম্যহীন মহিলা পুত্র সন্তান জন্ম দিল
২১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অচেনা ভারসাম্যহীন মহিলা পুত্র সন্তান জন্ম দিল

মানসিক ভারসাম্যহীন এক অচেনা মহিলা (৪২) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ৩১মে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গড়ইখালী বাজারস্থ অটো ষ্টান্ডের রাস্তার পাশে এ মহিলা পুত্র সন্তানের জন্ম দিলে কৌতুহলী মানুষ ভীড় জমায় । স্থানীয়রা কেউ এ মহিলার পরিচয় দিতে পারেননি। এক পর্যায়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু ইউএনও,ওসি ও সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তান জন্ম দেওয়ার পর মহিলা ইশারা ইঙ্গিতে বাচ্চার প্রতি টান থাকলে বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন। এ অবস্থায় গড়ইখালীর বাসিন্দা সেলিম-তাছলিমা গাইন দম্পত্তি’র পুত্র সন্তান না থাকায় তারা দত্তক দাবি করে নব জাতক শিশুকে কোলে তুলে আনন্দে ভাসছেন। বিকেলে সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে ইউপি চেয়ারম্যানকে সাথে করে ভারসাম্যহীন মা ও নব জাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্ত্যবরত ডাক্তার রাকেশ মন্ডল পরীক্ষা নিরীক্ষা করে--- জানান, মায়ের সামান্য রক্ত শূন্যতা থাকলেও নবজাতক শিশু ও তার মা সুস্থ্য রয়েছে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, মা-শিশুর ঔষধপত্র ও খাদ্য খাবার সব কিছুই সরবরাহ করা হবে। কিন্তু এ পর্যন্ত গড়ইখালী ইউপি চেয়ারম্যানের অর্থায়ন ও সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,শিশুর ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোন পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেয়া যেতে পারে। তিনি আরোও বলেন, ভারসাম্যহীন মা কোন এলাকা বা গ্রামে থাকলে সরকারী ভাতা বা সব সুযোগ দেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)