মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ট্যাব বিতারণ: স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবীদের মেধা কাজে লাগাতে হবে -এমপি বাবু
পাইকগাছায় ট্যাব বিতারণ: স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবীদের মেধা কাজে লাগাতে হবে -এমপি বাবু
খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ছে মেধাবী শিক্ষার্থীদের মেধা কাজে লাহাতে হবে।মঙ্গলবার সকালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতারণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন ও পরিসখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কবির হোসেন, খুলনা জেলা আওয়ামীলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত,গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু,যুবনেতা এম এম, আজিজুল হাকিম, শিক্ষক হাফিজুর রহমা্ন ও শিক্ষার্থী মন্দিরা।পাইকগাছায় মাধ্যমিক বিদ্যালয়,দাখিল মাদ্রাসা ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতারণ করা হয়েছে। উপজেলায় ৭০টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম,দ্বিতীয়,ও তৃতীয় রোল নম্বরের শিক্ষার্থীদের মাঝে ৬ টি করে মোট ৪২০ টি ট্যাব প্রদান করা হয়।