মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে পল্লী চিকিৎসক ও এক্স-রে সেন্টারকে জরিমানা
নড়াইলে পল্লী চিকিৎসক ও এক্স-রে সেন্টারকে জরিমানা
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে পল্লী চিকিৎসক ও এক্স-রে সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে আজ দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সদর হাসপাতাল এলাকার ‘সিটি ডিজিটাল এক্স-রে’ সেন্টারকে পাঁচ হাজার টাকা এবং একই এলাকার নিবন্ধনবিহীন ডায়াগস্টিকে পাইলসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়ায় পল্লীচিকিৎসক সুমঙ্গল রায়কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-ডাক্তার শুভাশিস বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, নিবন্ধনবিহীন এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ডায়াগস্টিক সেন্টার ও ক্লিনিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।