শুক্রবার ● ১০ মে ২০২৪
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
![]()
পাইকগাছায় ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ১০ মে শুক্রবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়ানের হিতামপুর মাঠে ঘুড়ি উৎসব ও উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি গ্রতিযোগিদের মধ্যে ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন, রাকিবুল, তৈহিদ, জুয়েল, তামিম,তরিকুল,আলামিন, আব্দুর রহমান,সালমান,মাসুম,মুকাতাদির, হোসেন আলী প্রমুখ। ঘুড়ি উৎসবে নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।
ঘুড়ি গ্রতিযোগিতায় ১ম তামিম, ২য় আব্দুর রহমান ও ৩য় হয়েছে তৈহিদ । গ্রতিযোগিদের মধ্যে পুরুস্কার প্রদান করেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সদস্য গনেশ দাশ, মারিয়া সুলতানা,মাইসা. কওসার আলী প্রমুথ। ঘুড়ি উৎসব ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় এলাকার শিশু কিশোরসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলো।
ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়।
প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে। বর্তমানে বিশ্বের নানা দেশে বিভিন্ন ধরনের ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব অনুষ্ঠিত হয়।






মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরার মঘী মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 