শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
১১০ বার পঠিত
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

 

সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ---৪ নভেম্বর শনিবার খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতি, সমবায় সংগঠকের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমবায় হলো সমবেত প্রচেষ্টার মাধ্যমে সমাজ উন্নয়ন। সুখী-সমৃদ্ধ জীবন যাপনের জন্য সমবায়ের কোন বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে একটি স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে সমবায় সমিতিগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। সমবায় সমিতিগুলো শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁরা আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি উন্নয়ন কর্মকান্ডকে সমবায়ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দারিদ্র্যেরহার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে সমবায় সংগঠনগুলো। বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সমবায় কার্যক্রমকে আরো গতিশীল, সক্রিয় ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও নগর উন্নয়ন মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাবরিনা পারভীন বক্তৃতা করেন। খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলায় বর্তমানে নিবন্ধিত সমিতির প্রাথমিক সংখ্যা দুই হাজার সাতশত ৪৫টি এবং কেন্দ্রীয় সমিতি ২৬টি। সমিতির সদস্য সংখ্যা এক লাখ ৯১ হাজার ছয়শত ২৩ জন। এবছর সরকারি রাজস্ব আদায় ২৮ লাখ ১৪ হাজার নয়শত ৪০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ২৬ লাখ ২১ হাজার নয়শত ৫৪ টাকা। আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত সদস্যদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে দুই কোটি ৬৫ লাখ সাত হাজার টাকা। ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলায় দুইটি দুগ্ধ সম্প্রসারণ প্রকল্পের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকার করে সুদবিহীন ঋণ বিতরণ করা হয়েছে। খুলনা জেলার সমবায় সমিতির বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ১১ হাজার নয়শত ৩১ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ আটটি সমবায় সমিতি ও দুইটি শ্রেষ্ঠ সমবায় সংগঠকের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। একইস্থানে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





আঞ্চলিক এর আরও খবর

জাতিকে এমন একটি নির্বাচন উপহার দেব যা আগামী প্রজন্মের কাছে অনুস্মরণীয় হয়ে থাক   -নির্বাচন কমিশনার জাতিকে এমন একটি নির্বাচন উপহার দেব যা আগামী প্রজন্মের কাছে অনুস্মরণীয় হয়ে থাক -নির্বাচন কমিশনার
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় ১২৬ জনের মাঝে সরকারি অনুদান  বিতরণ করলেন সাকিব আল হাসান এমপি মাগুরায় ১২৬ জনের মাঝে সরকারি অনুদান বিতরণ করলেন সাকিব আল হাসান এমপি
পাইকগাছায় আর আর এফ এর বিশ্ব মা দিবস পালিত পাইকগাছায় আর আর এফ এর বিশ্ব মা দিবস পালিত
পাইকগাছায় পুনঃবাসন ও বিকল্প কর্মসংস্থানে ভিক্ষুকদের মাধ্যে গাভী গরু বিতরণ পাইকগাছায় পুনঃবাসন ও বিকল্প কর্মসংস্থানে ভিক্ষুকদের মাধ্যে গাভী গরু বিতরণ
খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন
পাইকগাছায় সিএজি এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় সিএজি এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ব্যক্তিমালিকানাধীন জ‌মি‌র ক্ষ‌তি ক‌রে বাঁধ নির্মা‌ণ না করার দাবীতে মানববন্ধন ব্যক্তিমালিকানাধীন জ‌মি‌র ক্ষ‌তি ক‌রে বাঁধ নির্মা‌ণ না করার দাবীতে মানববন্ধন
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন
পাইকগাছার আলমতলা বেড়িবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ইউএনও মাহেরা নাজনীন পাইকগাছার আলমতলা বেড়িবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ইউএনও মাহেরা নাজনীন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)