শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

SW News24
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত
প্রথম পাতা » জাতীয় » কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত
৫৭ বার পঠিত
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত

---

প্রতিষ্ঠানের জন্য যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাকে সময় দিতে হবে। কুয়েটে কেউ দুর্নীতি করলে পার পাবে না। চ্যালেঞ্জ কোন বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ  ৯ সেপ্টেম্বর সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর আরও বলেন, কুয়েটকে আমি ভাল একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কুয়েটে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি নিজের কাছে শতভাগ স্বচ্ছ। কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি দ্রুততার সাথে কাজ করি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কোন অনিয়ম হতে দেওয়া হবে না। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। কুয়েটকে আরো ভালো স্থানে নিয়ে যেতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ভাইস চ্যান্সেলর বলেন, আবাসিক হলে কোন বহিরাগত থাকবে না ও শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)