শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন
লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কামনা শিশু সেন্টার স্কুলে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।
সাহিত্য প্রত্যাশার সম্পাদক কবি দুখু হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সোনালী দিন পত্রিকার সম্পাদক ও অগ্নিবীনার প্রতিষ্ঠাতা নজরুল গবেষক এইচ এম সিরাজ।
মনিকা একাডেমির পরিচালক কবি সবুজ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মাওলানা আলমগীর হোসাইন, কবি সৈয়দ খায়রুল আলম, কবি ড. ওয়াহিদ মোহাম্মদ, কবি শেফালী বেগম, কবি ননী গোপাল চক্রবর্তী, কবি লিয়াকত হাসান, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, ফরহাদ খান, কবি কামনা ইসলাম, শিক্ষক রেজাউল ইসলাম, শিক্ষক গুলশান আরা, কবি টিপু সুলতান, কবি মিজানুর রহমান, কবি বিএম মিজানুর রহমান, কবি রাজিবুল ইসলাম, বি এম ফরিদুল আলম, সোমা চৌধুরী ও শাহিনুর ইসলাম টিটো।
আলোচনা সভায় বক্তারা বলেন, কবি কামনা ইসলাম দীর্ঘদিন সাহিত্য চর্চা করে যাচ্ছেন। ইতোমধ্যে তার ৬৮টি বই প্রকাশিত হয়েছে। এই ধারাবাহিকতায় ‘কামনা সাহিত্য একাডেমি’র যাত্রা শুরু হলো। এই সাহিত্য একাডেমিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সৃষ্টি হবে, সাহিত্য চর্চা হবে। এছাড়া শিশুদের প্রতি ভালোবাসার টানে ‘কামনা শিশু সেন্টার’ স্কুল প্রতিষ্ঠা করেছেন তিনি। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।






সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মদিন
আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 