শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » আশাশুনিতে মহান শহীদ দিবস পালিত
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » আশাশুনিতে মহান শহীদ দিবস পালিত
৪৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে মহান শহীদ দিবস পালিত

---
মোঃ নুর আলম,আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি ২১শে ফেব্র”য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা আ’লীগের সেক্রেটারী শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান ও সেক্রেটারী জিএম আল ফারুকের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্য’র নেতৃত্বে পূজা উদযাপন পরিষদ, সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী ও সেক্রেটারী রনজিৎ বৈদ্য’র নেতৃত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, সভাপতি মোল্যা রফিকুল ইসলাম ও সেক্রেটারী সম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে আশাশুনি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, সম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা কবিতা পরিষদের সভাপতি কামরুন্নাহার কচি ও সেক্রেটারী প্রভাষক মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে কবিতা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।
সূর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৭টায় প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা শহীদ মিনার পাদদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে কবিতা পাঠ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় ২১শে ফেব্র”য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। সকাল ৭ টায় শহীদ বেদীতে শিক্ষকমন্ডলী,ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭.৩০ টায় বিদ্যালয় থেকে ম্যানেজিং কমিটি,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। ৮.৩০ টায় বিদ্যালয় চত্বরে শহীদদের স্বরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য সাবেক মেম্বর আঃ হান্নান সরদার, উপদেষ্টা কমিটির সদস্য আবু সাঈদ ঢালী, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, আশাশুনি রিপোটার্স ক্লাব সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক এম এম নুর আলম, মেম্বর হরে কৃষ্ণ মন্ডল, পি টি এ কমিটির সভাপতি ইয়াহিয়া মালী প্রমুখ বক্তব্য রাখেন। শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওঃ আফসারউদ্দীন।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক অবনী কুমার মন্ডল। এছাড়া আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।





ইতিহাস ও ঐতিহ্য এর আরও খবর

বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
বঙ্গবন্ধুর একান্ত সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম এ গফুর বঙ্গবন্ধুর একান্ত সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম এ গফুর
১১২তম জন্মবার্ষিকীতে নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংস্কারহ স্মৃতি স্মরণে ৫ দফা দাবি ১১২তম জন্মবার্ষিকীতে নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংস্কারহ স্মৃতি স্মরণে ৫ দফা দাবি
মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাইকগাছার মধুমিতা পার্কটির অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পূর্বাস্হায় ফেরানোর নির্দেশ মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাইকগাছার মধুমিতা পার্কটির অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পূর্বাস্হায় ফেরানোর নির্দেশ
খুলনা দিবস পালিত খুলনা দিবস পালিত
ব্রিটিশ হটাও আন্দোলনের সাক্ষী ‘দরবার স্তম্ভ’ ব্রিটিশ হটাও আন্দোলনের সাক্ষী ‘দরবার স্তম্ভ’
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরের বেহাল দশা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরের বেহাল দশা
ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষেণের দাবি ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষেণের দাবি
খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে   -সিটি মেয়র খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে -সিটি মেয়র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)