সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » নড়াইলে কৃষিনাশক ওষুধ খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ
নড়াইলে কৃষিনাশক ওষুধ খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ
নড়াইল
কৃষিনাশক ওষুধ খেয়ে নড়াইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রোববার (২ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো-পঞ্চম শ্রেণির টুকটুকি, আবু সুফিয়ান, রেশমা ও সবুজ, তৃতীয় শ্রেণির রাজ শেখ ও মন্টু, প্রথম শ্রেণির ইজাজুল, তৃতীয় শ্রেণির মেহরাব, প্রথম শ্রেণির ফাতেমা, প্রথম শ্রেণির বর্ষা, তৃতীয় শ্রেণির রামিম, দ্বিতীয় শ্রেণির নিলিমা সরকারসহ ১৬ শিক্ষার্থী। অসুস্থদের মধ্যে ১১জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্থানীয় ভাবে অনেক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে।
বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের রোববার সকালে কৃষিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর অনেকেই অসুস্থ হয়ে পড়ে। পেট ব্যথা, বমিসহ অন্যান্য উপসর্গ দেখা যায়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। সদর হাসপাতালের এক চিকিৎসক বলেন, অসুস্থদের স্যালাইন চলছে। আশা করছি অসুস্থ শিক্ষার্থীরা দ্রুতই সুস্থ হয়ে উঠবে।