সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ও ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশালের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যসহ ৩২ সদস্যের প্রতিনিধিবৃন্দ। সোমবার দুপুরে গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান এর সভাপতিত্বে ইউপি সচিব সুবির দত্ত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর গবেষণা কর্মকর্তা মনিকা মিত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জয়া রাণী রায়, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন স্থানীয় সুশাসন শরিক কর্মসুচির পারস্পরিক শিখন কর্মসুচীর ব্যবস্থাপক বিলকিস বেগম, মোস্তাফিজুর রহমান, ডরপ্ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আমির খসরু, কয়রার উত্তর বেদকাশির চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, বরিশালের সায়েস্তাবাদের ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, মেহেন্দিগঞ্জ সদরের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চরগোপালপুর চেয়ারম্যান সামছুল বারি মনির, নাজিরপুরের চেয়ারম্যান আবু হাসনাত জাপান, শিকারপুরের চেয়ারম্যান সরোয়ার হোসেন, ইউপি সচিব আব্বাস উদ্দীন, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, আজিজুর রহমান, আবু হাসান, জগন্নাথ দেবনাথ, গাজী এম এ সাত্তার, কাজী রবিউল ইসলাম, জবেদ আলী গাজী, আব্দুল হাকিম গাজী, মোঃ শহীদুল ইসলাম, রোজিনা বেগম, মনিরা বেগম, খন্দকার সুফিয়া বেগম। সভায় গদাইপুর ইউপির ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে ২৬ লক্ষ ৭৮ হাজার ১ শত ৭৫ এবং উন্নয়নখাতে ১ কোটি ৫৩ লক্ষ ৫ হাজার টাকার আয়-ব্যায় দেখানো হয়েছে। বাজেট সভা শেষে অতিথিবৃন্দ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।