

শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহ কালিগঞ্জ সীমান্তে - - রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি
মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহ কালিগঞ্জ সীমান্তে - - রেলপথ মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি
মাগুরা প্রতিনিধি : মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: জিল্লুল হাকিম এমপি । গতকাল শনিবার দুপুরে মাগুরা রামনগর ঠাকুর বাড়ি এলাকায় নবনির্মিত মাগুরা রেলপথ স্টেশনে মন্ত্রী বলেন, মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে । ইতিমধ্যে মাগুরার অংশে আমরা জমি অধিগ্রহন শেষ করেছি । এ এলাকায় রেলপথ বাস্তবায়িত একটি স্বপ্নে দ্বার উন্মোচন হবে । মাগুরার মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে । আমরা এ রেলপথকে সম্প্রসারিত করতে চাই । মাগুরা হয়ে এ রেলপথ যাবে ঝিনাইদহ অংশের কালিগঞ্জ সীমান্তে । ইতিমধ্যে মাগুরার অংশে রেলপথ ব্রিজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে । এ প্রকল্পে জমি অধিগ্রহন নিয়ে স্থানীয়ভাবে সমস্যাগুলো রয়েছে তা আমরা অল্প দিনের মধ্যে শেষ হবে ।
এ সময় মাগুরা-২ আসনের সংসদ সংসদ এ্যাড.বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,পুলিশ সুপার মো: মশিউদৌলা রেজা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)প্রশান্ত কুমার বিশ্বাস,সদও উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,নবাগত সদও উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান ও নবাগত শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরীউল্লাহ হোসেন মিয়া রাজনসহ রেলপথ মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য,প্রকল্প পরিচালক কার্যালয় থেকে জানা গেছে,২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা আশা করছেন । ২০১৮ সালে চার বছর মেয়াদী এ প্রকল্প গ্রহন করা হয় । ২০২২ সালের ২ আগষ্ট বাংলাদেশ রেলওয়ের মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতাধীন মাগুরা রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন ।