শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলা » শেখ কামালের জন্ম বার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থায় আলোচনা ও দোয়া
প্রথম পাতা » খেলা » শেখ কামালের জন্ম বার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থায় আলোচনা ও দোয়া
৩৬৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ কামালের জন্ম বার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থায় আলোচনা ও দোয়া

এস ডব্লিউ নিউজ:---  বঙ্গবন্ধু  পুত্র ও ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে শেখ কামালের বর্ণাঢ্য ক্রীড়া ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। 
সংস্থ্রা সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজার পরিচালনায় ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়ার সঞ্চালনায় শেখ কামালের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, পুলিশ এহসান শাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এসএম মোর্ত্তজা রশিদী দারা, এ মনসুর আজাদ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি গোলাম রহমান বাবু, যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম, মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, তরিকুল ইসলাম, ইনামুল কবীর মন্নু, শাহ আসিফ করিম রিংকু, ফরহাদ নেওয়াজ সিমু, মনোয়ার আলী মনু, ফয়সাল আহমেদ পপা, ক্রীড়া সংগঠক কাজী নূর মোহাম্মদ, তরিকুল ইসলাম সোহান, ক্রিকেট কোচ এজেডএম ওহিদুল ইসলাম সেলিম, বাস্কেটবল কোচ স্বপন, বিভিন্ন একাডেমীর প্রশিক্ষানার্থীবৃন্দ। 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)