শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দলিতের উদ্যোগে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস পালন ও কুইজ ৎুতিযোগীতা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দলিতের উদ্যোগে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস পালন ও কুইজ ৎুতিযোগীতা অনুষ্ঠিত
৪৪৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলিতের উদ্যোগে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস পালন ও কুইজ ৎুতিযোগীতা অনুষ্ঠিত

---

ডুমুরিয়া প্রতিনিধি: মঙ্গলবার বেসরকারী সংস্থা দলিত-এর উদ্যোগে এবং দাতা সংস্থা অগখচওঋণঈঐঅঘএঊ, টক এর অর্থায়নে ফুলতলায় ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করতঃ শহীদ হাবিবুর রহমান হল মিলনায়তনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত সংস্থার কর্মসুচী প্রধান জনাব বিকাশ কুমার দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন সুলতানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারহানা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আক্তার হোসেন, শিক্ষক-দামোদর কারিকরপাড়া মাধ্যমিক বিদ্যালয়, মাহবুবুর রহমান সমাজ সেবক, ফুলতলা উপজেলার ৪টি কমিউনিটি ক্লিনিকের ওয়াচ গ্র“পের সদস্য কিশোরী ,যুবনারী,বয়স্ক নারী সহ মোট ৯১ জন ব্যক্তিবর্গ। এছাড়াও দলিত ই এ এস আর এইচ আর প্রকল্পের কনসালট্যান্ট আব্দুল মান্নান ও সিডিও সামসুন নাহার ও রাবেয়া খাতুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশ্নের উপর কুইজ প্রতিযোগীতায় উপস্থিত সদস্যগন অংশগ্রহন করেন। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি মহোদয়- এর মাধ্যমে ৫জন সেরা প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)