শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৪ জুন ২০১৯
প্রথম পাতা » বিশ্ব » ঘূর্ণিঝড়ের পর মাটির নিচ থেকে জেগে উঠল ৪ হাজার বছরের পুরোনো জঙ্গল
প্রথম পাতা » বিশ্ব » ঘূর্ণিঝড়ের পর মাটির নিচ থেকে জেগে উঠল ৪ হাজার বছরের পুরোনো জঙ্গল
৬০৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড়ের পর মাটির নিচ থেকে জেগে উঠল ৪ হাজার বছরের পুরোনো জঙ্গল

---


এস ডব্লিউ নিউজ - ব্রোঞ্জ যুগে বন্যায় ডুবে গিয়েছিল পুরো জঙ্গল, যা গত চার হাজার বছরের বেশি সময় ধরে মাটির নিচে চাপা ছিল। সমুদ্রের নোনা জল, বালি এবং ঘাসের চাপড়ের নিচে প্রায় হারিয়েই গিয়েছিল। কিন্তু একটি মাত্র ঘূর্ণিঝড়ই সবকিছু পাল্টে দিল। ব্রোঞ্জ যুগের সেই জঙ্গলের ওপর থাকা মাটি সরে গেল।দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের ওয়েলসে চলতি মাসে এই জঙ্গলের সন্ধান মিলেছে।

গত ২২ মে সেখানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যানা। তারপরই সমুদ্র তীরবর্তী বর্থ এবং আনিস্লাস গ্রামের মধ্যবর্তী তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে ওই জঙ্গলের সন্ধান মেলে। এই জঙ্গল নিয়ে হইচই পড়ে গেছে চারদিকে।বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া সূত্রে ইতোমধ্যেই ওই জঙ্গলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে শিকড়-বাকড়সমেত বহু গাছের অবশিষ্ট অংশকে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোনও কোনও গাছের ওপর আবার ঘাসের আস্তরণও চোখে পড়েছে।

হঠাৎ করে সামনে আসা এই জঙ্গল নিয়ে মানুষের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। ওই জঙ্গলে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িকও চলছে। তবে কেউ কেউ আবার এই জঙ্গলের সঙ্গে বিলুপ্ত হয়ে যাওয়া এক সভ্যতার যুগও খুঁজে পেয়েছেন।

তাদের কথায়, জঙ্গলের পাশাপাশি ওই এলাকায় জনবসতিও ছিল। ছিল চাষযোগ্য উর্বর জমিও। বন্যা আটকাতে চারদিকে মজবুত বাঁধও নির্মাণ করেছিলেন সেখানকার মানুষ।

জনশ্রুতি, এক মেরেডিড নামের নারী পুরোহিত কর্তব্যে অবহেলা করলে, তার তদারকির দায়িত্বে থাকা একটি কুয়োর পানি উপচে পড়ে। তাতেই সবকিছু ডুবে যায়।

ডুবে যাওয়া ওই জঙ্গলে পাইন, ওক, বার্চের মতো গাছ ছিল বলে ধারণা। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে সেগুলো নোনা পানির নিচে তলিয়ে যায় বলে জানিয়েছে ব্রিটেনের মেট্রো সংবাদপত্র। কিন্তু ঘাসের চাঙর এবং কাদামাটি জমা হয়ে গাছগুলো প্রকৃতিকভাবেই সংরক্ষিত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, এর আগেও ওই এলাকায় কিছু গাছের অবশিষ্ট অংশ চোখে পড়েছে। মানুষের জীবাশ্ম এবং পশুপাখিদের পায়ের ছাপও খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। তবে বিস্তৃত এলাকাজুড়ে জঙ্গলের সন্ধান এই প্রথম।





বিশ্ব এর আরও খবর

ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানিকৃত ৪ ট্রাক পন্য ফেরত পাঠালো পেট্রাপোল বন্দর ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানিকৃত ৪ ট্রাক পন্য ফেরত পাঠালো পেট্রাপোল বন্দর
ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষতি ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষতি
সুখী দেশের তালিকায় ফের শীর্ষে ফিনল্যান্ড; তলানিতে বাংলাদেশ সুখী দেশের তালিকায় ফের শীর্ষে ফিনল্যান্ড; তলানিতে বাংলাদেশ
ভাষা শহিদদের সম্মান জানাতে কলকাতা থেকে সাইকেল শোভাযাত্রা  মাগুরায় ভাষা শহিদদের সম্মান জানাতে কলকাতা থেকে সাইকেল শোভাযাত্রা মাগুরায়
দুবাইয়ের মন্দিরে ১৬ দেবতার মূর্তি, দর্শনে লাগছে অনলাইন বুকিং দুবাইয়ের মন্দিরে ১৬ দেবতার মূর্তি, দর্শনে লাগছে অনলাইন বুকিং
ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধন ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধন
পুরোনো বাল্মীকি মন্দির পুনরুদ্ধারের সিদ্ধান্ত পাকিস্তানে পুরোনো বাল্মীকি মন্দির পুনরুদ্ধারের সিদ্ধান্ত পাকিস্তানে
দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি
মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ছায়াপথের ছবি প্রকাশ করল নাসা মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ছায়াপথের ছবি প্রকাশ করল নাসা
কক্ষপথে তিনটি স্যাটেলাইট পাঠালো ভারত কক্ষপথে তিনটি স্যাটেলাইট পাঠালো ভারত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)