শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

SW News24
শুক্রবার ● ২৭ জুন ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান ও রক্ত পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান ও রক্ত পরীক্ষা অনুষ্ঠিত
১৯২ বার পঠিত
শুক্রবার ● ২৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান ও রক্ত পরীক্ষা অনুষ্ঠিত

---
নড়াইল প্রতিনিধি ;  নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে শতাধিক রোগীকে চিকিৎসাসেবা, ওষুধ প্রদান এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল বালক বিদ্যালয় এলাকায় মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসাসেবা দেয়া হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে সাতজন চিকিৎসক রোগী দেখেন। এছাড়া সবাইকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।

শরীফ আতিয়ার রহমানের ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে প্রতি মাসের শেষ শুক্রবার বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের পরিবারের ছয়জন চিকিৎসক ছাড়াও বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন।

শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, প্রতি মাসে বাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আমরা আনন্দ পাই। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতেও এ আয়োজন অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই।

এ ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান পরিষদের উদ্যোগে বাড়িতে বসে বিনামূল্যে রোগী দেখা এবং বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সমাজে এ ধরণের ভালো কাজের মাধ্যমে জনসাধারণ উপকৃত হন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)