শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » প্রকাশিত হলো কমিউনিটি পত্রিকা মালোপাড়া
প্রথম পাতা » মিডিয়া » প্রকাশিত হলো কমিউনিটি পত্রিকা মালোপাড়া
৬৩৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকাশিত হলো কমিউনিটি পত্রিকা মালোপাড়া

---

এস ডব্লিউ নিউজ ॥

 

পাইকগাছা থেকে প্রকাশিত হলো কমিউনিটি পত্রিকা মালোপাড়া। মলোপাড়া এর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বোয়ালিয়া হিতামপুর শীতলা মন্দির প্রাঙ্গনে মালোপাড়ার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতলা মন্দিরের সাধারণ সম্পাদক শংকর বিশ্বাসের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মালোপাড়া এর সমন্বয়কারী ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

---

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেনা সাবেক অননারী ক্যাপ্টেন মোহন লাল দাশ, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, এনতাজ আলী স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক কল্লোল মল্লিক, সাবেক ইউপি সদস্য আনোয়ার ইলাহী, পাইকগাছা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বাবুরাম মন্ডল,

 

---সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, আব্দুস সবুর আল-আমিন, কমিউনিটি সম্পাদক সুশান্ত বিশ্বাস। চিরণজিত বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন, রবীন্দ্রনাথ রায়,পরিতোষ বিশ্বাস, মহাদেব বিশ্বাস, সুবোল বিশ্বাস, হরিদাশ বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, গৌতম বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস, রুইদাশ বিশ্বাস, প্রভাষ বিশ্বাস, রামপদ বিশ্বাস, হরিদাশ বিশ্বাস, সুদাম বিশ্বাস, মনু বিশ্বাস, নীল কোমল বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, সুরঞ্জন বিশ্বাস, কার্তিক বিশ্বাস, বাসুদেব বিশ্বাস, মধুসুদন বিশ্বাস, বিজন বিশ্বাস, ভদ্র বিশ্বাস, সাধন বিশ্বাস, দুর্জয় বিশ্বাস, লক্ষ্মী বিশ্বাস, বিকাশ বিশ্বাস।

প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পত্রিকার মালোপাড়া এর রিপোর্টার বৃন্দ সহ এলাকার সুধীজন।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)