সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক যাত্রা শুরু
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক যাত্রা শুরু
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ১০৮ জন শিক্ষার্থী নিয়ে স্কুল ও কলেজের পাঠদান শুরু হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে জানুয়ারী মাস থেকে কার্যক্রম শুরু হয় আর ১৬ জানুয়ারী থেকে ক্লাশ শুরু হয়েছে। ৬ষ্ঠ শ্রেণী হতে ৯ম শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে। মোট ১০৮ জন শিক্ষাথীর মধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে ৪৩ জন, ছাত্র ৩১ জন ও ছাত্রী ১২ জন ৭ম শ্রেণীতে ২২ জন, ছাত্র ১৫জন ও ছাত্রী ৭ জন, ৮ম শ্রেণীতে ১৫ জন, ছাত্র ১৪ জন ও ছাত্রী ১ জন ও ৯ম শ্রেণীতে ২৮ জন, ছাত্র ২২জন ও ছাত্রী ৬ জন ভর্তি হয়েছে। ৬ষ্ঠ শ্রেণী হতে ৯ম শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে।
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: মোয়াজ্জেম হোসেন সিকদার বলেন, চলতি ২০২২ শিক্ষাবর্ষে জানুয়ারী মাস থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে আর ১৬ জানুয়ারী থেকে ক্লাশ শুরু হয়েছে। প্রতিষ্ঠানে নির্মান কাজ চলছে একাডেমিক কার্যক্রম শুরুর সময় আমরা ঠিকাদার কর্তৃপক্ষের ব্যবহৃত টিনের ঘরে বসে কাজ করতে হয়েছে। শিক্ষার্থী ভর্তিসহ প্রশাসনিক কার্যক্রম চলে টিন সেটের ঘরে।৫জন নিয়মিত শিক্ষক,৫ জন অতিথি শিক্ষক,৫জন স্টাফ ও ৪ জন আউট সোর্সিং নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। বর্তমানে ৪টি শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী হয়েছে।সাধারণ শিক্ষার পাশাপাশি ইলেকট্রিক্যাল ১টি ট্রেড চালু করা হয়েছে,আগামী বছর বাকী ৩টি ট্রেড চালু করা হবে। অফিস কক্ষের কাজ চলছে। তবে ল্যাব কক্ষের কাজ শেষ না হওয়ায় মেশিনারিজ ও কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র স্টোর রুমে মজুদ করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি উপজেলায় কারিগরি শিক্ষায় একধাপ এগিয়ে যাওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা লাভ করে জাতীয় পর্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। 
উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজারখোলা সংলগ্ন খেলার মাঠ ও মেইন সড়কের পাশে পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অবস্থিত। জানা গেছে, প্রথম ধাপে ২০১৮ সালের ১ আগস্ট ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজর নির্মাণ কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা প্রাঙ্কলণ ব্যয় ধরে ২০১৯ সালে এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শুরু হয়। যা খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করছে মেসার্স মধু ট্রেডার্স নামে ঠিকাদার প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ করছে। ভবনের নির্মাণ কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার কাম প্রজেক্ট ম্যানেজার মোঃ সালাম জানান, প্রতিষ্ঠানের ৮০ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। আগামী ২ মাসের মধ্যে পুরা কাজ শেষ হয়ে যাবে। বিদ্যুতের খুঁটি সরানো ও করোনার কারনে কাজ বন্ধ থাকায় নির্মান কাজ শেষ হতে দেরি হয়েছে। খুলনা শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের সাব-এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম জানান, এই প্রকল্পের আওতায় সারা দেশে ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মান কাজ চলছে। এর মধ্যে প্রথম ধাপে খুলনা জেলার ডুমুরিয়া, দাকোপ ও পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মান হচ্ছে। পাইকগাছায় গদাইপুর নির্মানাধীন প্রতিষ্ঠানটি তৈরীর জন্য পাইলিং, বিদ্যুতের খুঁটি অপসরনসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নির্মান কাজ শেষ না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সময় বর্ধিত করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ নির্মান কাজ শেষ হবে বলে তিনি আশায় করছেন।
নির্মানাধীন প্রতিষ্ঠানটির ঠিকাদার শফিকুল ইসলাম মধু জানান, নির্মান কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এ বছরের শেষ নাগাদ ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবো। পাইকগাছার গদাইপুরে অবস্থিত পাইকগাছা টেকনিক্যাল স্কুল ও কলেজটি আধুনিক প্রযুক্তি নির্ভার কারিগরি শিক্ষা লাভ করে এ অঞ্চলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে এলাকার বিশিষ্ঠজনরা আশাবাদ ব্যক্ত করেছেন।






পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র্যালি
মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত 