মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ » জনউদ্যোগ; খুলনার পরিবশে আলোচনায় বক্তারা বৃক্ষনিধন, প্রাকৃতিক জলাশয় ভরাট থেকে বিরত থাকতে হবে
জনউদ্যোগ; খুলনার পরিবশে আলোচনায় বক্তারা বৃক্ষনিধন, প্রাকৃতিক জলাশয় ভরাট থেকে বিরত থাকতে হবে
জলবায়ু পরিবর্তনে বাড়ছে বৈশ্বিক তাপদাহ, যার কারণ হিসেবে বিজ্ঞানীরা দুষছেন মানুষের সৃষ্ট বিপর্যয়কে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে পরিবেশের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার কার্যকর পরিকল্পনা নিতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। বৃক্ষনিধন, প্রাকৃতিক জলাশয় ভরাট থেকে বিরত থাকতে হবে। কৃষি জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার কমাতে হবে। নদীনালা-খালবিলে শিল্প ও পয়োবর্জ্য ফেলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শিল্পকারখানায় উৎপাদিত বর্জ্যগুলোকে উৎপাদনশীল উপকরণে পরিণত করতে হবে। পরিকল্পিত নগরায়ন করতে হবে। দেশের সর্বত্র বেশি করে বনজ, ফলজ বৃক্ষরাজি সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার আলোচনা সভায় নাগরিক নেতৃবৃন্দ।
১৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে সিটি ল কলেরজের মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব-উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতকরণে নাগরিকদের করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভায় প্রবন্ধ পাঠ করেন একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। মূখ্য আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ- পরিচালক (অবসরপ্রাপ্ত) আজিজুল হক জোয়ার্দ্দার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাযাহারুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আ ফ ম মহসিন, ওয়ার্কার্স পার্টি মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাছুদ মাহমুদ, দলিতের নির্বাহি পরিচালক স্বপন কুমার দাস, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, গ্লোবাল খুলনার সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন, সেফ এর সমন্বয়কারি আসাদ মিরণ, রূপসা এর নির্বাহি পরিচালক হিরন্ময় মন্ডল, স্কেপের চেয়ারম্যান শেখ মোঃ টুটুল, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, আফরোজা জেসমিন বিথী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিবেশ দূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে ত্বরিত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে পরিবেশ আদালত স্থাপন করতে হবে। অবৈধ পলিথিন ব্যবহার ও বিক্রি বন্ধে সারাদেশে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান জোরদার করতে হবে।
সভায় পরিবেশ সুরক্ষার জন্য জলবায়ু পরিবর্তনে পরিবেশ সুরক্ষায় নাগরিক কমিটি গঠণ করা হয়। সর্বসম্মতি ক্রমে মাছুদ মাহমুদকে আহবায়ক স্বপন কুমার দাশ, আসাদ মিরণ ও হিরন্ময় মন্ডল যুগ্ম আহবায়ক এবং এ্যাড: শামীমা সুলতানা শীলুকে সদস সচিব কওে ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠণ করা হয়।






পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব 