রবিবার ● ৭ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » ইউএনও’র পরিদর্শন; পাইকগাছার চাঁদখালীর মাছ বাজার নিয়ে মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্যদের পাল্টা-পাল্টি অভিযোগ;
ইউএনও’র পরিদর্শন; পাইকগাছার চাঁদখালীর মাছ বাজার নিয়ে মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্যদের পাল্টা-পাল্টি অভিযোগ;
পাইকগাছা’র চাঁদখালীর মাছ বাজার স্থানান্তর নিয়ে ইউনিয়ন পরিষদ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বিরোধ সৃষ্ট হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সরেজমিনে চাঁদখালী বাজার পরিদর্শন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি চাঁদখালী বাজারের বটতলা যেখানে মাছ ব্যবসা চলছে সেই স্থান ও মাংস বাজার ঘেষা স্থানান্তরিত মাছের চার্ন্নির স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মনছুর আলী গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য মতলেব মালী, কাইয়ুম হেসেন, পরিষদ সচিব আব্বাস উদ্দীনসহ হাট ইজারাদার মহিউদ্দীন খানসহ বাজার ব্যবসায়ীরা। ইউএনও’র পরিদর্শন কালে মাছ ব্যবসায়ীরা দীর্ঘকালের মাছ বাজার বটতলায় ব্যবসা পরিচালনা করার পক্ষে অনড় ছিলেন। অন্যদিকে ইউপি সদস্যরা চার্ন্নিতে মাছ বিক্রির পক্ষে যুক্তি তুলে ধরেন।
জানাগেছে, মাছ ব্যবসায়ীরা গত ২৫ এপিল চাঁদখালীর মুরগীর হাট ঘেষা সরু-গলিতে দুগন্ধয় পরিবেশে ও ভাঙাচোরা রাস্তার উপর স্থানীয়সহ বিভিন্ন স্থানের ৬০/৭০ মাছ ব্যবসায়ীদের বসার জায়গা হয়না। হাটবারে ভীড়ে ঠাসা মানুষ চলাচল করতে পারেনা। এর ফলে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখস্ত বটতলায় মাছ বাজার স্থানান্তর করেন।
এদিকে বটতলায় মাছ বাজার স্থানান্তরের বিরুদ্ধে চাঁদখালী ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চেয়ে ৩০ এপ্রিল পাল্টা দরখস্ত করেন। তারা যুক্তি দেখান ইউনিয়ন পরিষদের সম্মুখে বটতলায মাছের বাজার স্থানী হলে মানুষের চলাচল বিঘ্নিত হবে ও পরিবেশেরও ক্ষতি হবে। তবে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম দু’পক্ষের পাল্টা-পাল্টা দাবি ও অভিযোগ শুনে বটতলা ও চর্ন্নির বিকল্প হিসেবে বাজার ঘেষা চার্ন্নির পিছনে পাউবো’র রাস্তার নিচে সরকারী জায়গায় মাছ বাজার স্থাপনের পরিকল্পনা করছেন।






পাইকগাছার নতুন বাজারের দক্ষিণ প্রান্তের বাক যেভাবে সরলীকরণ করা হচ্ছে তাতে নতুন বাক তৈরি হবে; বাড়বে দূর্ঘটনা
পাইকগাছার গফুর গাজীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা
মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নড়াইল হানাদার মুক্ত দিবস আজ
পাইকগাছা থানায় নবাগত ওসি হিসেবে মোঃ গোলাম কিবরিয়ার যোগদান
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত 