বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা
নড়াইল পৌরসভার বাজেট ঘোষণা
ফরহাদ খান, নড়াইল ; নড়াইল পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা এবার ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮ শত ৮৮ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে আয় দেখানো হয়েছে রাজস্ব খাতে ৯ কোটি ৬৪ লাখ ২ হাজার ৬ শত ৩৫ টাকা, উন্নয়ন খাতে ২ কোটি ২ লাখ ৪৬ হাজার ২ শত ৫৩ টাকা ও প্রকল্প খাতে ৭৭ কোটি টাকা।
এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব হোসেন বিলোসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।