

রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » কপিলমুনি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
কপিলমুনি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনি কলেজে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। রবিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান পরবর্তী তিনি নতুন এ ভবনের ফলক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, খুলনা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশরাফুল হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল।প্রভাষক শেখ ময়েজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রভাষক জতীন্দ্র বিশ্বাস, সুমন মন্ডল, রাবেয়া বেগম, পলাশ বাছাড় ও মৃগাঙ্ক বিশ্বাস প্রমুখ।