শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পূজা উদযাপন পরিষদ নেতা যুগোল কিশোর ও জ্ঞান সানা’র মৃত্যুতে স্বরণ সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদ নেতা যুগোল কিশোর ও জ্ঞান সানা’র মৃত্যুতে স্বরণ সভা
পাইকগাছার কপিলমুনি ইউপি’র পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পুস্তক প্রকাশক স্বর্গীয় যুগোল কিশোর দে ও উপজেলা কমিটির উপদেষ্টা স্বর্গীয় জ্ঞানেন্দ্র নাথ সানার মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু’র সভাপতিত্বে পৌরসভার কেন্দ্রীয় পূজা মন্দির ( সরল কালী বাড়ী)তে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জগদীশ রায়ের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীঃ ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার,এ্যাডঃ অজিত কুমার মন্ডল, আলোক মজুমদার ও রবীন্দ্রনাথ রায়।
সভায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীঃ ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রানকৃষ্ণ দাশ,কাউন্সিলর রবি শংকর, মুরারী মোহন সরকার,বাবু রাম মন্ডল, সন্তোষ কুমার সরকার, কৃষ্ণপদ মন্ডল, বিজন বিহারী সরকার,সুনিল মন্ডল, হেমেশ মন্ডল, প্রজিৎ কুমার রায়,শংকর দেবনাথ, দীপক মন্ডল,স্নেহেন্দু বিকাশ, বি,সরকার,প্রকাশ ঘোষ বিধান, কালীপদ বিশ্বাস,কালীপদ মন্ডল, বিজন রায়,দুলাল চন্দ্র বিশ্বাস, স্বপন কুমার সাহা, মৃত্যুঞ্জয় সরদার, লতা ভারঃ ইউপি চেয়ারম্যান পুলকেশ রায়, পিযুষ কুমার সাধু, জয়দ্রত বাছাড়, ত্রিদেব দে,অপুর্ব রায়, গৌরাঙ্গ মন্ডল, প্রানকৃষ্ণ মন্ডল, পলাশ বিশ্বাস, বিপুল বিশ্বাস, বিধান রায়, দ্বীজেন মন্ডল, শংকর কুমার মন্ডল, দীপঙ্কর সরকার, মিলন রায় চৌধুরী, দেবব্রত রায় দেবু, অখিল, সুভাষ মন্ডল, ত্রিনাথ বাছাড়, তুষার কান্তি মন্ডল, জগন্নাথ দেবনাথ, পূর্ন চন্দ্র মন্ডল, যুগোল কিশোর দে’র ছেলে চন্দ্র শেখর দে, দীপঙ্কর মন্ডল, উজ্জ্বল মন্ডল, রামপ্রসাদ সানা, অমিয় শীলসহ অনেকে।






পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
মাগুরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা 