

শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় পল্লী দলিত সংস্থার উদ্দ্যগে কৃতি শিক্ষার্থীদের সন্মননা ও বৃক্ষ রোপণ কর্মসুচি পালন
পাইকগাছায় পল্লী দলিত সংস্থার উদ্দ্যগে কৃতি শিক্ষার্থীদের সন্মননা ও বৃক্ষ রোপণ কর্মসুচি পালন
পাইকগাছার হরিঢালী ইউনিয়নে পল্লী দলিত সংস্থার উদ্দ্যগে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান ও বৃক্ষ রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন। পল্লী দলিত সংস্থার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলী,কপিলমুনি কলেজের উপাধাক্ষ্য ত্রিদীপ কান্তি মন্ডল, প্রভাষক স্বপন ঘোষ,ইউপি সদস্য শংকর বিশ্বাসসহ সুধিজন।