

সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা
আশাশুনি : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছেন নবনির্বাচিত উপেজলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায় সংবর্ধিত অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম। সমিতির নবনির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অফিসের একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, আল. মোস্তাফিজুর রহমান, শুকুমার মন্ডল, দুখিরাম ঢালী, চিত্ত রঞ্জন মন্ডল, বিষ্ণপদ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রদূত কুমার মৃধা, শান্তি রঞ্জন দাশ, মিলন কুমার মন্ডল, সহকারি শিক্ষক সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তুষার প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।