শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » মিডিয়া » আশাশুনি প্রেসক্লাবের সাধারন সভায় নির্বাচনী তফসিল ঘোষনা
আশাশুনি প্রেসক্লাবের সাধারন সভায় নির্বাচনী তফসিল ঘোষনা
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের সাধারন সভায় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম মুকুল শিকারি, কোষাধ্যক্ষ এম,এম নূর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমার, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হাসান ইকবাল মামুনসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় আয় ও ব্যয়ের হিসাব শেষে দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের প্রিজাইডিং অফিসারের দায়িত¦ পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারে দায়িত্বে থাকবেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন একই অফিসের প্রধান অফিস সহকারি। তফসিল ঘোষনাকালে কøাবের চুড়ান্ত ভোটার ও সদস্য তালিকায় ২৯ জন সদস্য অন্তর্ভূক্ত করা হয়। গঠনতন্ত্র মোতাবেক ৩টি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। মনোনয়নপত্র ক্রয় আগামী ২৩ সেপ্টম্বর থেকে ২৫ সেপ্টম্বর জমা দেয়ার শেষ দিন পর্যন্ত প্রত্যাহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ সেপ্টম্বর দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত, মনোনয়নপত্র প্রত্যাহার ২৮ সেপ্টম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং আপিল ও নিস্পত্তি দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ সেপ্টম্বর দুপুর ২টায়, দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩ টা পর্যন্ত। সভায় গত সভার সিদ্ধান্তবলীর রেজুলেশান ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা ও অনুমোদিত হয়।