রবিবার ● ১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » কেশবপুর থানা পুলিশের অভিযানে আটক-৪
কেশবপুর থানা পুলিশের অভিযানে আটক-৪
কেশবপুর যশোর প্রতিনিধি:যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ২ মহিলা আসামীসহ চারজনকে আটক করেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা ও কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল আলম এর নেতৃত্বে এসআই আবুল হোসেন, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলার কন্দর্পপুর গ্রামের আব্দুল গফুর সরদারের স্ত্রী ফিরোজা বেগম (৫০), ছেলে হাসমত উল্লাহ (৩৫), হাসমত উল্লাহ এর স্ত্রী শারমিন আক্তার মিতু (২৯) কে গ্রেফতার করে। অপরদিকে এসআই তাপস কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার বেলকাটি গ্রামের আঃ রাজ্জাক মোড়লের ছেলে রুবেল আহম্মেদ (২৭) কে আটক করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, আদালতে ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আটক কৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।