শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা মুক্ত দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা মুক্ত দিবস পালিত
৯৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা মুক্ত দিবস পালিত

 --- মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন । পরে একই স্থানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলন করা হয় । এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাসের বেগ,পুলিশ সুপার মো: মশিউদৌলা রেজা,জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ । আলোচনা সভা শেষে শহরে একটি র‌্যালী বের হয়। এ ছাড়া সন্ধ্যা ৬ টায় শহরের চৌরঙ্গী মোড়ে ব্লাক আউট  ও  সরকারি দপ্তর,ভায়না মোড়সহ প্রধান প্রধান সড়কে মোমবাতি প্রজ্জলন করা হয় ।

উল্লেখ্য,১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। পাক বাহিনীর বিরুদ্ধে তৎকালিন মাগুরা মহাকুমায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)