শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আশাশুনি : আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস’২৪ উদযাপনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত” হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুর। ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং প্রধান মন্ত্রীর নির্দেশনা ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এ শ্লোগানে মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর ইসলাম সভাপতিত্বে ও পরিচালনায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স, অক্সফাম, ব্র্যাক ও ন্যাজারিন মিশনের সার্বিক সহযোগীতায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস,এম আহসান হাবিব, সাধারন সম্পাদক এসকে হাসান, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল কুমার মন্ডল, ন্যাজ্যারীণ মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ ইমরুল হাসান, প্রকল্প প্রশিক্ষক মাইকেল বিশ্বাস, হিসাব রক্ষক উত্তম কুমার দাস, অগ্রগতি সংস্থার জাহিদা জামান মৌ, ন্যাজারিন নমিতা বিশ্বাস, তৃনমূল মহিলা উন্নয়ন সংস্থার আনোয়ারা বেগম, শাপলা মহিলা সংস্থার মর্জিনা বেগম, প্রশিক্ষনার্থী আফরোজা সুলতানা, মর্জিনা খাতুন, মাহবুবা খাতুন, অঞ্জনা মল্লিক প্রমূখ।






শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
কুমড়ো ফুলে জীবন জীবিকা রাহেলার
পাইকগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
শ্যামনগরে ইউপি সদস্য ও নারীদের নিয়ে জেন্ডার রেসপনসিভ বাজেট বিষয়ক প্রশিক্ষণ
বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আলোচিত রাস্তায় সন্তান জন্ম দেওয়া ভারসাম্যহীন পারুল ১৯ মাস পর পরিবারে ফিরলেন
মাগুরায় রেডি টু কুক ফিশ প্রযুক্তি ব্যবহার করে সফল নারী উদ্যোক্তা লিজা
পাইকগাছায় ১০দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী
পাইকগাছায় বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 