বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » প্রমাণ বা যুক্তিসংগত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না : আইজিপি
প্রমাণ বা যুক্তিসংগত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মামলা হলে বা মামলায় নাম থাকলেই পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। যদি কেউ মনে করেন নিজে কোনো ইন্ধনে বা কোনো ঘটনায় সংশ্লিষ্ট নন, সরাসরি পুলিশের কাছে আসুন। সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসংগত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
৫ আগস্ট পরবর্তী পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে পুলিশের গায়েবি হামলা, মিথ্যা মামলা, অনৈতিক কার্যক্রমগুলোর বিষয় উঠে এসেছে। এখনো অনেক মিথ্যা মামলা হচ্ছে। যেসব মামলায় যে জড়িত না তিনিও আসামি হচ্ছেন, চাঁদাবাজির অভিযোগ আসছে। মামলা থেকে তাদের নিষ্কৃতি বা উদ্ধার চেষ্টাও দেখা যাচ্ছে না।
এসব বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, সরকারও বলছে, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে উদ্ভূত পরিস্থিতিতে অনেক মামলা হয়েছে। আসামি অনেক। তাদের অনেকে নিরীহ বলেও গণমাধ্যমে উঠে আসছে। এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন। তারা কিন্তু এই সমাজের প্রভাবশালী লোক। তারা নিরীহদের নানা প্রলোভনে প্রতারিত করছেন।
আইজিপি আহ্বান জানিয়ে বলেন, কেউ প্রতারিত হবেন না, যদি মনে করেন নিজের কোনো ইন্ধন বা সংশ্লেষ নেই, তাহলে সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে বা তদন্ত ছাড়া পাইকারি হারে গ্রেপ্তার করব না। মামলা থাকলেই বা নাম থাকলেই গ্রেপ্তার করতে হবে আইনেও তা নেই। এটা যুক্তিসংগত কারণ থাকতে হবে যে আপনি জড়িত বা অপরাধী।
আইজিপি আশ্বস্ত করে বলেন, আইন অনুযায়ী একজন পুলিশ অফিসার কখনোই পাইকারিভাবে গ্রেপ্তার করার কথা না। যারা নিরীহ এবং মনে করছেন কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই হয়রানি করার জন্য মামলায় নাম দেওয়া হয়েছে, তারা এগিয়ে আসুন। আমরা আপনাদের বক্তব্য নিয়ে এগিয়ে যাব। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেব। সেখানে নিরীহরা বাদ যাবেন।






দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচীতে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
খুলনায় তিনটি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে -স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা
ভবদহ জলাবদ্ধতা সমাধানের যে উপায়টি বৃহৎ জনগোষ্ঠীর জন্য কল্যাণকর আমরা সেপথেই হাঁটবো - উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
খাল সংস্কার উদ্বোধনী অনুষ্ঠানে লাল রঙের কার্পেট নিয়ে ব্যাখ্যা দিল ডিএনসিসি
অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নাক ফাটালো হামলাকারীরা 