মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » খেলা » আষাঢ়ের শুরুতে বূস্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা
আষাঢ়ের শুরুতে বূস্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা
![]()
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ঃ আষাঢ়ের শুরুতে বূস্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। বৃষ্টির পানি জমে থাকা মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। সে মজায় মেতেছে গ্রামের দামাল ছেলেরা। বৃষ্টি নামলেই ফুটবল প্রেমিদের মনে নামে আনন্দের বৃষ্টির খেলা। বর্ষাকাল শুরুতে আষাঢ়ের ভারী বৃস্টি, কখন হালকা কখন ঝিরি ঝিরি বৃস্টি হচ্ছে। বৃস্টি হলে গদাইপুর মাঠে খেলা হবে। যারা নিয়মিত খেলে না তারাও খেলবে। কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার নেই। সবাই দল বেঁধে হৈ হুল্লোড় করে বৃষ্টিতে মাঠে নামবে, গায়ে কাঁদা মাখবে, পানি ছিটাবে, গড়াগড়ি করবে। ছোটবড় সবাই মিলিয়ে যেনো বাঁধ ভাঙ্গা আনন্দ সবার মনে।
বৃষ্টি হলেই ফুটবল খেলায় মেতে ওঠে ছোট-বড় সবাই। কাদা-পানিতে জমে ওঠে খেলা। সারাদিনই চলে ফুটবল খেলা। বৃষ্টি ভেজা মাটির গন্ধে তারা খেলেছে ফুটবল। দুই দলে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে গোলবারে ফুটবল নিয়ে যাচ্ছে। একে অপরকে টেনে ধরছে। কেউ বা আবার মাটিতে আঁছড়ে পড়ছে। খেলায় কোন রিফারী নেই। ফুটবল ২২ জনের খেলা হলেও বৃস্টি ভেজা মাঠে খেলছে প্রায় এক শত জন খেলোয়াড়। খেলায় মেতেছে স্থানীয় ফুটবলপ্রেমী ও সৌখিন খেলোয়াড়রা। এলাকা ছাড়াও বাহির থেকেও গাড়ীতে করে গদাইপুর মাঠে ফুটবল খেলার জন্য ভীড় জমাচ্ছে। মাঠে আসার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। ঐতিহ্যবাহী গদাইপুর মাঠটি মেইন সড়ক সংলগ্ন হওয়ায় সকলের কাছে আলাদা গুরুত্ব রয়েছে।
খেলোয়াড়দের পাশাপাশি এলাকার ক্রীড়ামদীরা বৃষ্টি ভেজা মাঠে কাদামাটিতে ফুটবল খেলার আনন্দ উপভোগ করছে। দেখে মনে হবে এই আনন্দের শেষ নেই। গ্রামের মাঠে বৃষ্টিতে ফুটবল খেলার অপর নাম কাঁদায় কুস্তি খেলা। ফুটবল ক্রীড়ামদীরা পানি কাদায় পড়ে খেলোয়াড়দের কাদা মাখামাখি দেখার জন্য মাঠে ভীড় জমাচ্ছে।






পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচে যশোর জেলা বিজয়ী
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল এর শুভ উদ্বোধন
মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ 