

বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া
মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া
মাগুরা প্রতিনিধি :মাগুরায় শনিবার বিকাল ৪টায় মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মহড়ায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাসুদ হাসান খাঁন কিজিল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী।
মহড়ায় অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রায় ৫০ জন সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।