শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তামাক দ্রব্য নিয়ন্ত্রন জেলা টাস্কফোর্স কমিটির সভা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তামাক দ্রব্য নিয়ন্ত্রন জেলা টাস্কফোর্স কমিটির সভা
৬৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় তামাক দ্রব্য নিয়ন্ত্রন জেলা টাস্কফোর্স কমিটির সভা

---মাগুরা  প্রতিনিধি : ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার  দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়নাত্রন সেল ঢাকার মহা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আকতার উজ জামান। সভায় বিষয়ের উপর বিশেষ উপস্থাপন করেন মাগুরা সিভিলসার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান।  তামাক নিয়ন্ত্রনের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন এ-র প্রতিনিধি ডাঃ আফজাল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি মাহবুবর রহমান,জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস,  উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ প্রমুখ। সভায় উপস্থাপিত প্রতিবেদন জানান হয় ধুম পানের কারণে ৮০ লাখ মানুষ মারা যায়,  তার মধ্যে অধুমপায়ীর সংখ্যা লাখ। জানান হয়, প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ কিশোর ধুম পানে  যুক্ত হচ্ছে তাছাড়া প্রতিদিন ৫৭ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। বিষয়ে প্রতি গুরুত্বের নিয়ে সবাইকে ধুমপান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)