

শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো - উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এবিএম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দীন,পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়,পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী । স্বাগত বক্তব্য রাখেন, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান। উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাহফুজ উল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল দত্ত, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, শিক্ষক আঃ ওহাব, আনিছুর রহমান প্রমুখ।