শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় কিন্ডার গার্টেন স্কুলের পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন
লোহাগড়ায় কিন্ডার গার্টেন স্কুলের পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় লিটিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মেহেদী হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে দীননাথপাড়া বাজারে ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-বিদ্যালয়ের শিক্ষক তানিয়া খানম, মিলন জমাদ্দার মিন্টু, সাবিয়া খাতুন, রূপা খাতুন, সাদিয়া খানম, লিবিয়া, রাজু ও সোনিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, লিটিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের পরিচালক মেহেদী হাসান নানা ধরণের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রয়েছেন। বিগত সাত বছরে বিদ্যালয়ের আয়কৃত প্রায় ১৯ লাখ টাকার যথাযথ হিসাব নেই। পাশাপাশি শিক্ষকদের বেতন-ভাতা ঠিকমত দেয়া হয়নি।
তানিয়া খানম বলেন, আমি দীর্ঘদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। কোনো কারণ ছাড়াই আমাকে ওই পদ থেকে সরিয়ে পরিচালকের স্ত্রীকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের পরিচালক মেহেদী হাসান বলেন, আমি নিজের অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। শিক্ষকদের বেতন-ভাতা, বিদ্যালয়ের উন্নয়ন, অবকাঠামোসহ যাবতীয় খরচ আমাকেই বহন করতে হয়। শিক্ষকদের বেতন-ভাতাও নিয়ম অনুযায়ী দেয়া হয়। তানিয়া খানম বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব কখনো দেয়া হয়নি। আগে আমি নিজেই প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় আমি এখানে প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিয়েছি। এখন আমার স্ত্রীকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। একটি মহল ঈষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।






মাগুরা অনুমোদনহীনভাবে অতিরিক্ত গ্যাস মজুদের দায়ে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে ১টি এয়ারগান উদ্ধার
পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন
পাইকগাছায় ৬৭ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাইকগাছায় ইয়াবাসহ আটক- ২
মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন, আহত ৫
পাইকগাছায় মাদকসহ রাজনৈতিক মামলায় আটক- ৩
মহম্মদপুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক 