শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » স্টুডেন্ট কেবিনেট নির্বাচনকে কেন্দ্র করে তিন ছাত্রকে কুপিয়ে জখম
স্টুডেন্ট কেবিনেট নির্বাচনকে কেন্দ্র করে তিন ছাত্রকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দশম শ্রেণির তিন ছাত্র গুরুতর জখম হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার মাকড়াইল কেকেএস ইন্সটিটিউশন চত্বরে এ ঘটনা ঘটে। নির্বাচনে জাল ভোট প্রদানে বাধা দেয়ার ঘটনায় প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীর সমর্থক শুভ শিকদারের নের্তৃত্বে দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী, রমজান ও রিয়াজুলকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় রিয়াজুল ও রমজানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ছাত্রদের সহপাঠী ও অভিভাবকেরা জানান, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সারাদেশের মতো লোহাগড়ার মাকড়াইল কেকেএস ইন্সটিটিউশনেও ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী নবম শ্রেণির ছাত্র পাভেলের পক্ষে জাল ভোট দিতে আসে শুভ শিকদার নামের এক বহিরাগত তরুণ। এ সময় অপর প্রার্থীর প্রতিনিধি রমজান জাল ভোট প্রদানে বাঁধা দেয়। এ ঘটনায় শুভ ও পাভেল ক্ষুদ্ধ হয়। আজ (শনিবার) বিদ্যালয় খোলার পর সকাল সাড়ে ৯টার দিকে শুভর নের্তৃত্বে বহিরাগত তিন তরুণ বিদ্যালয় চত্বরে ঢুকে দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী, রমজান ও রিয়াজুলকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। তাদেরকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।